“উৎসবের পর”
এখানে এসে দাঁড়ালে মনে পড়ে যাবে?
বুকের ভিতর হাওয়া ঘুরে উঠবে আবার;
এখন রাস্তায় জমে আছে শুকনো পাতা,
দিয়েছে ঢেকে হারানো পায়ের ছাপ।
সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?
এখন ফিরে এসেছে সে।
দু’পাশে আলোর মতন ফুটছিল এক মুখ!
একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল,
হারিয়ে যাওয়ার আগে শেষবার দেখছিল
তারপর দীর্ঘ ঘুমে অচেতন,
কে যেন ডাক দিল আবার ফিরে যেতে।
সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?
About Utshober Por (উৎসবের পর) Lyrics
Related songs: Ajo (আজও) Lyrics
শিরোনামঃ উৎসবের পর
কন্ঠঃ জন
কথাঃ ইমন জুবায়ের
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ উৎসবের পর