“রোজ রোজ”
রোজকার মত স্বপ্ন দেখা
স্বপ্নের ঘোরে তোকেই আঁকা
রোজকার মত তোকেই দেখা
বুকের ভেতর সাহস খোঁজা
রোজ রোজ তোকেই বলতে চাওয়া
আমার না বলা কথা
রোজ রোজ বুকেই জমে থাকা
তোকে বলতে না পারা এই কথা
তোর চোখের আকাশ আমার স্বপ্নপুরী
তোর চোখে ওড়াই আমার ইচ্ছে ঘুড়ি
তোর জন্য রোজকার সকাল সন্ধ্যে আমার
ভালোবাসার খোলা দুয়ার
রোজ রোজ……রোজ রোজ……
রোজ রোজ তোকেই বলতে চাওয়া
আমার না বলা কথা
রোজ রোজ বুকেই জমে থাকা
তোকে বলতে না পারা এই কথা
About Roj Roj Lyrics
Related songs: Mon Haralo (মন হারালো) Lyrics
শিরোনামঃ রোজ রোজ
কন্ঠঃ সাজ্জাদ কবির
কথাঃ সাজ্জাদ কবির
গীটারঃ সানি হাসান
ব্যান্ডঃ ঋ-ধুন
অ্যালবামঃ রোজ রোজ