Ami Shei Shuto Hobo (আমি সেই সুতো হবো) Lyrics

“আমি সেই সুতো হবো”

আমি সেই সুতো হবো,
যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকো হবো,
যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো
হবো সেই চাঁদ যে হয়ে গেলে রাত,
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো,
শুধু ভালোবেসো আমায়(২)

ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনবো রংধনু,
শুধু আপন থেকো,ভালবেসো…ভালবেসো আমায়
করে প্রমাণ মহৎ তোমায়, হয়ে যাব
আমি নগণ্য
এ অপরাধে হয়ে আমি অপরাধী,
ভেবে নেবো এটাই পুণ্য

আমি সেই সুতো হবো,
যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকো হবো,
যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো
হবো সেই চাঁদ যে হয়ে গেলে রাত,
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো,
শুধু ভালোবেসো আমায়

About Ami Shei Shuto Hobo Lyrics

Related songs: Sporsher Baire Tumi (স্পর্শের বাইরে তুমি) Lyrics
শিরোনামঃ
আমি সেই সুতো হবো
কথাঃ
তাহসান
কন্ঠঃ
তাহসান
সুরঃ
তাহসান
অ্যালবামঃ
উদ্দেশ্য নেই

Leave a Comment