Lokkhiti Lyrics in Bengali from Drishtikone Movie. The Song Is Sung by Paloma Majumder And Male Version Song is sung by Anupam Roy. Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics in Bengali written by Anupam Roy.
- Movie: Drishtikone
- Singer: Paloma Majumder
- Music & Lyrics: Anupam Roy
- Arrangement and guitars: Rishabh Ray
- Drums: Sandipan Parial
- Bass: Kaustav Biswas
- Esraj: Shubhayu Sen Majumder
- Director: Kaushik Ganguly
- DOP: Gopi Bhagat
- Produced by: Surinder Films
Lokkhiti lyrics in Bengali
আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোণায়
আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোণায়
তুমি বলে দিতে পারো তা আমায়
চিঠি লিখবো না ঐ ঠিকানায়
আমারও তো মন ভাঙে চোখে জল আসে
আর অভিমান আমারও তো হয়
অভিমান আমারও তো হয়
যদি এই মুঠো ভরা শিউলি ফুল
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে
এতকথা বলি পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকে ছুঁতে পারে না
এতবার আসা যাওয়া একি পথ দিয়ে
কই তোমার তো চােখে পড়েনা
তাহলে কি আমি কেউ নই
যেন অজানা ভাষায় লেখা বই
আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি
সুযোগটা পাচ্ছি কই
আমি সুযোগটা পাচ্ছি কই
যদি এই মুঠো ভরা শিউলি ফুল
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে
আমি কি তোমায় খুব বিরক্ত করছি
Lokkhiti lyrics in English
Ami Ki Tomay Khub Birokto Korchi
Bole Dite Paro Ta Amay
Hoyto Amar Kono Proyojon Nei
Keno Lege Thaki Ekta Konay (x2)
Tumi Bole Dite Paro Ta Amay
Chithi Likhbo Na ei Thikanay
Amaroto Mon Vange Chokhe Jol Ase
Ar Obhimaan Amar-o-to Hoy
Oviman Amar-o-to Hoy..
Jodi Ei Mutho Bhora Shiuli Ful
Jodi Ei Khule Rakha Kaner Dul
Lokkhiti Ekbar Ghar Nere
Sommoti Dao Ami Jai Chere…
Eto Kotha Boli Pakhi Hoye Ure Jay Sob
Tomake Chute Pare Na
Eto-bar Asha-Jawa Eki Poth diye
Koi Tomar To Chokhe Pore Na (x2)
Tahole ki Ami Keu Noi
Jeno Ojana Bhasay Lekha Boi
Amar-o-to Mone Hoy Majhe Majhe
Chuye Dekhi
Sujogta Pacchi Koi ?
Ami Sujogta Pacchi Koi ?
Jodi Ei Mutho Vora Shiuli Ful
Jodi Ei Khule Rakha Kaner Dul
Lokkhiti Ekbar Ghar Nere
Sommoti Dao Ami Jai Chere …
Ami Ki Tomay Khub Birokto Korchi ?
Lokkhiti lyrics in English translation
Am I bothering you too much?
আমি কি তোমায় খুব বিরক্ত করছি?
Can you tell me
বলে দিতে পারো তা আমায়
Maybe I don’t need to
হয়ত আমার কোনো প্রয়োজন নেই
Why stay in one corner?
কেন লেগে থাকি একটা কোনায়
Am I bothering you too much?
আমি কি তোমায় খুব বিরক্ত করছি?
Can you tell me
বলে দিতে পারো তা আমায়
Maybe I don’t need to
হয়ত আমার কোনো প্রয়োজন নেই
Why stay in one corner?
কেন লেগে থাকি একটা কোনায়
You can tell me that
তুমি বলে দিতে পারো তা আমায়
I will not write the letter to that address
চিঠি লিখব না ঐ ঠিকানায়
I too break my mind, water comes to my eyes
আমারও তো মন ভাঙে, চোখে জল আসে
And pride is mine too
আর অভিমান আমারও তো হয়
Proud is mine too
অভিমান আমারও তো হয়
If this is a handful of acacia flowers
যদি এই মুঠো ভরা শিউলি ফুল
If these open earrings
যদি এই খুলে রাখা কানের দুল
The target once nailed it
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
Let me leave …
সম্মতি দাও আমি যাই ছেড়ে…
So much talk, all of them fly
এত কথা বলি, পাখি হয়ে উড়ে যায় সব
Can’t touch you
তোমাকে ছুতে পারে না
Going the same route so many times
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
Where do you look?
কই তোমার তো চোখে পড়ে না
So much talk, all of them fly
এত কথা বলি, পাখি হয়ে উড়ে যায় সব
Can’t touch you
তোমাকে ছুতে পারে না
Going the same route so many times
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
Where do you look?
কই তোমার তো চোখে পড়ে না
So am I anyone?
তাহলে কি আমি কেউ নই
It’s like a book written in an unknown language
যেন অজানা ভাষায় লেখা বই
I think sometimes I touch
আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি
Where is the opportunity!
সুযোগ টা পাচ্ছি কই!
Where am I getting the chance?
আমি সুযোগটা পাচ্ছি কই?
If this is a handful of acacia flowers
যদি এই মুঠো ভরা শিউলি ফুল
If these open earrings
যদি এই খুলে রাখা কানের দুল
The target once nailed it
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
Let me leave …
সম্মতি দাও আমি যাই ছেড়ে…
Am I bothering you too much?
আমি কি তোমায় খুব বিরক্ত করছি?
About Khairiyat Lyrics
Related songs: Lal Paharer Deshe Ja