Ami Chirotore Dure Chole Jabo (আমি চিরতরে দূরে চলে যাব) Lyrics

“আমি চিরতরে দূরে চলে যাব”

আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।।
আসিবে তোমার পরমোৎসব – কত প্রিয়জন কে জানে,
মনে প’ড়ে যাবে কোন্‌ সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে হায়
চমকি’ থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন ম’রে মিশে আছে তোমার পথের ধূলিতে।

 

About  (আমি চিরতরে দূরে চলে যাব) Lyrics

Related songs: Asho Mama Hey (আসো মামা হে) Lyrics
শিরোনামঃ
আমি চিরতরে দূরে চলে যাব
নজরুল গীতি

Leave a Comment