“আমিও থাকি জেগে”
কেউ জানে না আলসে দূপুর
অবাক মনের ভুলে,
তোমায় ছুয়ে যাওয়া কিছু
বাতাস বাউন্ডুলে (২)
নাম ঠিকানা কেউ জানে না
তবু তোমার নামে,
মনের ভুলে একশো চিঠি
বন্দি হলো খামে (২)
সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে (২)
না ঘুমানো রাত্রি তোমার,
আকাশ রাতের মেঘে।
তোমার বোধের সঙ্গী হতে,
আমিও থাকি জেগে
About Amio Thaki Jege Lyrics
Related songs: Roj Roj (রোজ রোজ)) Lyrics
শিরোনামঃ আমিও থাকি জেগে
কন্ঠঃ মেরাজ মহসিন
কথাঃ রাজিব আশরাফ
ব্যান্ডঃ রিকল
অ্যালবামঃ অন্যথায়