Bristikabbyo (বৃষ্টি কাব্য) Lyrics

“বৃষ্টি কাব্য”

কোথায় যেন বৃষ্টির রিমঝিম শোনা যায়
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে শন্শন্
বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নাগরিক উপকূল
রিমঝিম রিমঝিম নাচলো আমার মন।
অনেকদিন, অপেক্ষায়, সমান্তরাল
থেকেই গেল জেব্রাক্রসিং
বৃষ্টির প্রার্থনায় কাশফুল নতজানু;
উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং …
আজ জানালার বাইরে
একঝাঁক বৃষ্টির রিমঝিম রিমঝিম
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে …
রাস্তার সিগনালে কন্ডাকটর জেব্রাক্রসিং
অনেকদিন হেরে যাওয়া মন দিল ধুঁয়ে।।

রাজপথে ছুটে যায় যান্ত্রিক ফড়িং
আর রিক্সায় আঁকা পেইন্টিং
নাগরিক বৃষ্টির ছাঁটে রবীন্দ্রনাথ অসহায়,
তাই কন্ডাকটর জেব্রাক্রসিং
প্রেমিকার উচ্ছ্বাসে “বাদল দিনের প্রথম কদম ফুল”
যদিও করতেই হবে দান
হৃদয়ের খুব কাছে জমে থাকা অভিমানে
নাগরিক বৃষ্টির এই গান।।
অনেকযুগ, অপেক্ষায়, মেঘের ভেলায়
ভেসেই গেল এ দিন
নাগরিক উচ্ছ্বাসে কাশফুল নতজানু;
উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং

About Bristikabbyo Lyrics

Related songs: Tui Rajakar (তুই রাজাকার) Lyrics
শিরোনামঃ
বৃষ্টিকাব্য
কথাঃ
জিয়া
সুরঃ
জিয়া
কন্ঠঃ
তুহীন
ব্যান্ডঃ
শিরোনামহীন
অ্যালবামঃ
শিরোনামহীন

Leave a Comment