Chaite Paro (চাইতে পারো) Lyrics

“চাইতে পারো”

চাইতে পারো জোছনা কুয়াশা ঢাকা
চাইতে পারো ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারা
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

চাইতে পারো আমার নেটের পাসওয়ার্ড
চাইতে পারো শীতের রাতে আমার সোয়েটার
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

যত খুশি ভাবো তুমি দিবা স্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই

চাইতে পারো আমার লেখা সবগুলো গান
চাইতে পারো ওয়ানডে ম্যাচে সাড়ে চারশ রান
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

যত খুশি ভাবো তুমি দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই

যত খুশি ভাবো তুমি দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই

 

About  (চাইতে পারো) Lyrics

Related songs: Nikrishto (নিকৃষ্ট) Lyrics
শিরোনামঃ
চাইতে পারো
কন্ঠঃ
সুমন
কথাঃ
সুমন
সুরঃ
সুমন
অ্যালবামঃ
ধ্রুবক
ব্যান্ডঃ
অর্থহীন

Leave a Comment