“চালাক তুমি”
চালাক তুমি ছল করে তাই দিচ্ছো ফাঁকি আমায়
আমার মধ্যে আটকে আমি যাচ্ছে চলে সময়
হুড়মুড়িয়ে সব কিসের তাড়ায় মরছি ছুটে সবাই
ভিড়ছি দলে ভাবছিনাতো তোমার কাছে কি চাই
ছাই হয়েছে ভাবনা অনেক মন দিতে চায় পাড়ি
দূরেই দূরে থাকো তুমি তোমার সাথে আড়ি
বাড়ি গাড়ি ব্যস্ত শহর কলের মধ্যে কল
ধ্রুবতারা মোর করলো চুরি ওই কালো ধোঁয়ার দল।
ছল করে তাই হচ্ছো বোকা থাকছো একা একা
অনেক কথায় রইলো জমে বলবো হলে দেখা।
About Chalak Tumi (চালাক তুমি) Lyrics
Related songs: Bakshe Bakshe (বাক্সে বাক্সে) Lyrics
শিরোনামঃ চালাক তুমি
কথাঃ অর্ণব
কন্ঠঃ অর্ণব
সুরঃ অর্ণব
অ্যালবামঃ হোক কলরব