Bondhu Go (বন্ধু গো) Lyrics
“বন্ধু গো” কিছু কথা, কিছু ব্যথা কিছু সময় বয়ে যায় আলো থেকে আঁধারেতে রং বদলায় তুমি এসো ভালোবেসো আমি তোমায় বেঁচে রই বন্ধু গো …
“বন্ধু গো” কিছু কথা, কিছু ব্যথা কিছু সময় বয়ে যায় আলো থেকে আঁধারেতে রং বদলায় তুমি এসো ভালোবেসো আমি তোমায় বেঁচে রই বন্ধু গো …
“নিরানন্দ” ও তোর আশার বাসা ঘুণে খাইলো সাথে আছে কি ভাইবে দেখো মনা তোমার বাকি রইল কি কঠিন আরো কঠিন হইল সহজ যায় না …
“তুই রাজাকার” ওহো হো হো হো ওহো হো ওহো হো হো হো ওহো হো ওহো হো হো হো ও… তোর শরীর জুড়ে ঘা ঘেন্না …
“অন্তরালে” তোমার অন্তরালে, অন্তহীন আড়ালে ডুবে ডুবে সমদ্দুর, হেলোজেন রোদ্দুর তুমি আকাশে অন্তরিন আমি পথিক পথহীন তোমার ভাজে ভাজে… তোমার ভাজে ভাজে আততায়ী নির্ভিক …
“নেই নেই” নেই নেই কিছু নেই তাই যদি হবে আঁধারে ফোটে যে ফুল সে কথা কে কবে সুর্যকে মুঠো করে বাড়িয়েছি হাত নেই নেই …
“একটা ছেঁড়া দিন” একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট একটা ছেঁড়া রাত, স্বপ্ন গুলো নষ্ট তবু একটা আলোর ভয় আমার পাশে তুই একটা রোদের …