“একটা ছেঁড়া দিন”
একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট
একটা ছেঁড়া রাত, স্বপ্ন গুলো নষ্ট
তবু একটা আলোর ভয় আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই
একটা পাখি ফুল, একটা করুণ গল্প
একটা জীবন জানে, এক জীবনের অল্প
তবু একটা আলোর ভয় আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই
একটা চিৎকার, শব্দহীন হলে
একটা নীরবতা, অনেক কথা বলে
তবু একটা আলোর ভয় আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই
About Ekta Chera Din Lyrics
Related songs: Prem Shomachar (প্রেম সমাচার) Lyrics
শিরোনামঃ একটা ছেঁড়া দিন
কন্ঠঃ পিন্টু/ সুমি
ব্যান্ডঃ চিরকুট
অ্যালবামঃ জাদুর শহর