“এতটা ভালবাসি”
যখন নিঝুম রাতে
সব কিছু চুপ,
নিষ্প্রাণ নগরীতে
ঝিঝিরাও ঘুম!
আমি চাঁদের আলো হয়ে,
তোমার কালো ঘরে;
জেগে রই সারা নিশি
এতটা ভালবাসি….(২)
এ কি অপরূপ সুন্দর
তার স্বপ্নের বর্ষা রাতে;
আমি ভিজে ভিজে মরি
মিছে মগ্ন প্রভাতে…
দেখি ভিষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে!
আমি যে ভেবে ভেবে শিহরিত…
আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে
ছায়া হয়ে তোমায় দেখি
এতটা ভালবাসি।
হুম….. এতটা ভালবাসি….
About Tepantorer Mathe (তেপান্তরের মাঠে) Lyrics
Related songs: Tor Jonno (তোর জন্য) Lyrics
শিরোনামঃ এতটা ভালবাসি
ব্যান্ডঃ রিকল
কথাঃ রন্য রহিম/মেরাজ মহসিন
সুরঃ মেরাজ মহসিন
অ্যালবামঃ অভ্যুদয়