“হঠাৎ রাস্তায়”
হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি
পুরনো দোকানে বিগত আড্ডা
বিগত ঝগড়া বিগত ঠাট্টা
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি
দলাদলির দিন গলাগলির দিন
হঠাৎ অকারনে হেসে ওঠার দিন
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি
হারানো লেত্তি হারানো লাট্টু
সময় চলে যায় বেয়ারা টাট্টু
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি
সময় চলে গেছে এবং চলছে
চলতি জীবনের গল্প বলছে
পাল্টে গেলি তুই আমিও পাল্টে
গিয়েছি মাঝ পথে হাতে হাতে
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি
About Hothat Rastay (হঠাৎ রাস্তায়) Lyrics
Related songs: Jibon Gelo (জীবন গেলো) Lyrics
শিরোনামঃ হঠাৎ রাস্তায়
কন্ঠঃ কবির সুমন
কথাঃ কবির সুমন
সুরঃ কবির সুমন