Jodi (যদি) Lyrics

“যদি”

যদি দেখি নীল আকাশ……তোমার চোখে দেখে……
সাদা মেঘদল…থাকি নীলিমা জুড়ে………
যদি বলি তুমি ভোর……আর শুদ্ধ অনুভুতি ধরে
আমার আছো অস্তিত্ব জুড়ে……

তাই দেখো ঘুম ঘুম চোখ
নীলে মিশে খুব ম্লান হোক
আমি ভিজে যাই,ভিজে যাই তোর শ্রাবণে
তাই ডুবে যায় মন তখন
মায়াময় সে চোখ যখন
আমি মিশে যাই,মিশে যাই তোর হাসিতে

যদি চাও তুমি তোমার সুরে আমি গেয়ে যাবো তোমারি গান
যেন এই আমি আছি তোমার আজো
আর যত ভুল, তোমার রঙ্গে গড়া অভিমান, তোমায় ভেঙ্গে গড়া
আবারো বলছি তোমায় শোনো……

আমার রঙ্গে…..যাও হারিয়ে……হারিয়ে যাও তুমি……

তাই দেখো ঘুম ঘুম চোখ
নীলে মিশে খুব ম্লান হোক
আমি ভিজে যাই,ভিজে যাই তোর শ্রাবণে
তাই ডুবে যায় মন তখন
মায়াময় সে চোখ যখন
আমি মিশে যাই,মিশে যাই তোর হাসিতে

About Jodi (যদি) Lyrics

Related songs: Amio Thaki Jege  Lyrics
শিরোনামঃ
যদি
কন্ঠঃ
মেরাজ মহসিন
ব্যান্ডঃ
রিকল
অ্যালবামঃ
অন্যথায়

Leave a Comment