Karone Okarone (কারণে অকারণে) Lyrics

“কারণে অকারণে”

কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
নিয়মে অনিয়মে
দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁপাশেই ছিলাম

কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
ভেতরে বাহিরে
দহণে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁপাশেই ছিলাম

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি কেনো
আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেনো
সবই কোথায় হারিয়ে

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
জলেতে আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত
মেঘেদের গান
জাগরণে মিছিলে
কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো
নিয়ে অভিমান।

 

About Karone Okarone (কারণে অকারণে) Lyrics

Related songs: Tirish Bochor (তিরিশ বছর) Lyrics
শিরোনামঃ
কারণে অকারণে
কথাঃ
ইশতিয়াক আহমেদ
কন্ঠঃ
মিনার রহমান
সুরঃ
মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ
শাকের রাজা

Leave a Comment