“মা”
একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?
মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।
একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া,
পাইনি মাগো অনেক বছর
তোমার আচঁল ছাঁয়া। (২)
মাগো মা, মাগো মা,
তোমার কাছে আসার
সকল বাধা এবার তোলনা।
মাগো মা, মাগো মা, মাগো মা।
খাচাঁর পাখি খাচাঁয় বসে
দুরের আকাশ দেখে,
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে। (২)
মাগো মা, মাগো মা
তোমার চরণ ধূলা নেবার আশা
পূর্ণ হল না।
মাগো মা, মাগো মা, মাগো মা।
একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?
মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।
About Ma (মা) Lyrics
Related songs: Amar Ontor (আমার অন্তর) Lyrics
শিরোনামঃ মা
কন্ঠঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ কবির বকুল
সুরঃ কুমার বিশ্বজিৎ
মুভিঃ স্বামী-স্ত্রীর ওয়াদা
অ্যালবামঃ রোদেলা দুপুর