Mon Haralo (মন হারালো) Lyrics

“মন হারালো”

মন হারালো এ অবেলায়, মন হারালো এ অবেলায়
মন হারালো এ অবেলায়, মন হারালো এ অবেলায়

ভাবনাগুলো অকারণ আসে
ফিরে চলে সময় পুরোনো ঠিকানায় (২)
মন মানে না বাঁধা মানে না
মন মানে না পিছু ফিরে যায়

মনেরি আড়ালে স্মৃতির দেয়ালে
জলরঙা ছবি মেঘ ঝরে না (২)
মন মানে না বাঁধা মানে না
মন মানে না পিছু ফিরে যায়
মন হারালো এ অবেলায়, মন হারালো এ অবেলায়

পুরোনো চিঠি পুরোনো সে খাম
দখিনা বাতাসে কুড়োনো সে গান (২)
মন মানে না বাঁধা মানে না
মন মানে না পিছু ফিরে রয়
মন হারালো এ অবেলায়, মন হারালো এ অবেলায়

 

About Mon Haralo Lyrics

Related songs: Kotodin Dekheni Du Chokh Lyrics
শিরোনামঃ
মন হারালো
কন্ঠঃ
সাজ্জাদ কবির
কথাঃ
সাজ্জাদ কবির
গীটারঃ
সানি হাসান
ব্যান্ডঃ
ঋ-ধুন
অ্যালবামঃ
রোজ রোজ

Leave a Comment