“নেই নেই”
নেই নেই কিছু নেই তাই যদি হবে
আঁধারে ফোটে যে ফুল সে কথা কে কবে
সুর্যকে মুঠো করে বাড়িয়েছি হাত
নেই নেই শূন্যতা আঁধারের রাত
এই আঁকালে খুব সকালে
হব রোদ্দুর দূরে থেকে দূর
নেই নেই কিছু বলে কিছু কি হবে
যা আছে তা নিয়ে চল লড়তে যে হবে
বিন্দুতে সিন্ধু তিলে তিলে জাগে
দেয়ালের বুকে একই ভাঙ্গনটা আগে
এই আঁকালে খুব সকালে
হব রোদ্দুর দূরে থেকে দূর
মন মরেছে কি তাতে দুহাত তো আছে
তুমি আমি মিলে মিশে সুর্যের কাছে
ভুলে ব্যথা যন্ত্রণা বেঁধেছি যে সুর
হারাতে দেবনা তাকে ডাকে বহুদূর
এই আঁকালে খুব সকালে
হব রোদ্দুর দূরে থেকে দূর
About Nei Nei (নেই নেই) Lyrics
Related songs: Ekta Chera Din (একটা ছেঁড়া দিন) Lyrics
শিরোনামঃ নেই নেই
কন্ঠঃ পিন্টু/ সুমি
ব্যান্ডঃ চিরকুট
অ্যালবামঃ জাদুর শহর