Prem Shomachar (প্রেম সমাচার) Lyrics

“প্রেম সমাচার”

ভালো যদি নাই বা বাসিস
তবে কেনো কাছে আসিস
ভালোবাসার প্যাঁচ খেলাতে
মিছে কেনো আমায় বাধিস?

নিজের চলন করে বাঁকা
অভিনয়ে তুই সে পাঁকা
হর-হামেশা করিস বসে
আমার পকেট ফাঁকা (২)

ভালোবাসার কচ-কচানী ভাল লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার
পরসে ঠেকা কার? (২)

বিনিময়ে ছুঁইতে গেলে
ঝাড়ু-ঝাটা সবই মেলে
তবু তোরে উজাড় করে দিলাম সবই
বুঝলে অমন মারবি ফাঁকি
সুখের এমন স্বপ্ন আঁকি?
অত সোহাগ আদঁর দিয়ে
ময়না-টিয়া পাখি ডাকি?

নিজের চলন করে বাঁকা
অভিনয়ে তুই সে পাঁকা
হর-হামেশা করিস বসে
আমার পকেট ফাঁকা

ভালোবাসার কচ-কচানী ভাল লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার
পরসে ঠেকা কার? (২)

ভালো যদি নাই বা বাসিস
তবে কেনো কাছে আসিস
ভালোবাসার প্যাঁচ খেলাতে
মিছে কেনো আমায় বাধিস?

 

About Prem Shomachar Lyrics

Related songs: Jodi (যদি) Lyrics
শিরোনামঃ
প্রেম সমাচার
কথাঃ
সানজানা বিনতে ওয়াহিদ
সুরঃ
মেরাজ মহসিন
ব্যান্ডঃ
রিকল

Leave a Comment