Shobdo (শব্দ) Lyrics

“শব্দ”

শব্দ তোরা বেড়াতে যাসনা কেন
শব্দ তোদের গভীর দুঃখ দান
শব্দ তোদের ছবির নীরবতা
শব্দ তোদের ঘুঙ্গুর বাজানো গান

শব্দ তোমরা ক্লান্ত করেছো খুব
আর তোমাদের দেহলীতে যাবনা
একা পাশে পেলে ধরবো তোমার হাত
শব্দ তুমি একলা অনন্যা

শব্দ তোমার ধূসর মলিন বেশ
বাজার দরে বিকোও দশটা হাতে
ছটফটে রাত এলোমেলো পায়চারী
শব্দ আমি ঘুমোবো তোমার সাথে

 

About Shobdo (শব্দ) Lyrics

Related songs: Chalak Tumi (চালাক তুমি) Lyrics
শিরোনামঃ
শব্দ
কন্ঠঃ
অর্ণব
কথাঃ
তওফিক/অর্ণব
সুরঃ
অর্ণব
অ্যালবামঃ
হোক কলরব

Leave a Comment