Shudhu Tomari Jonyo Lyrics in Bengali written by Prasen. hudhu Tomari Jonyo song is sung by Arijit Singh & Shreya Ghoshal.
- Song: Shudhu Tomari Jonyo
- Movie: Sudhu Tomari Jonno (2015)
- Singer: Arijit Singh And Shreya Ghoshal
- Music: Indraadip Dasgupta
- Lyrics: Prasen
- Director: Birsha Dasgupta
- Presenter: Shrikant Mohta
- Produced by: Shree Venkatesh Films
Shudhu Tomari Jonyo Song Lyrics in Bengali
হতে পারি রোদ্দুর
হতে পারি বৃষ্টি
হতে পারি রাস্তা
তোমারই জন্যে
হতে পারি বদনাম
হতে পারি ডাকনাম
হতে পারি সত্যি
তোমারই জন্যে
হতে পারি গল্প
তুমি কাছে টানলে
হতে পারি জানলা
এ হাওয়াও তোমার কারণে
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে…
কথা দিল রোদ্দুর
কথা দিল বৃষ্টি
কথা দিল রাস্তা
তোমারই জন্যে
খেলাধুলো সংসার
আসা যাওয়া বারবার
রাজি হল ইচ্ছে
তোমারই জন্যে
হতে পারি গল্প
তুমি কাছে টানলে
হতে পারি জানলা
এ হাওয়াও তোমার কারণে
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে…
Shudhu Tomari Jonyo Song Lyrics in English
Hote pari roddur
Hote pari brishti
Hote pari rasta
Tomari jonyo
Hote pari bodnam
Hote pari daknam
Hote pari sottyi
Tomari jonye
Hote pari golpo
Tumi kachhe tanle
Hote pari janla
E hawa o tomar karone
Shudhu tumi chao jodi
Sajabo abar nodi
Esechhi hazar barone
Sudhu tomari jonno
Shudhu tomari jonno
About Shudhu Tomari Jonyo Lyrics
Related songs: Katakuti Khela (কাটাকুটি খেলা) Lyrics