Sraboner Megh (শ্রাবনের মেঘ) Lyrics

 

“শ্রাবনের মেঘ”

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে (২)

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে (২)

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে……

 

About Sraboner Megh (শ্রাবনের মেঘ) Lyrics

Related songs: Etota Bhalobashi (এতটা ভালবাসি) Lyrics
শিরোনামঃ
শ্রাবনের মেঘ
কন্ঠঃ
মিসবাহ
ব্যান্ডঃ
ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ
শ্রাবনের মেঘ

Leave a Comment