Ador (আদর) Lyrics
“আদর” তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে আছে আছো ভুলে সেই আদর তুমি ধুলো জমা স্মৃতীর কাব্যে তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে আছো …
“আদর” তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে আছে আছো ভুলে সেই আদর তুমি ধুলো জমা স্মৃতীর কাব্যে তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে আছো …
“হিসেবের অভিশাপ” তুমি কোথায়? বিরহ যুদ্ধে আমি নিঃসঙ্গ অস্থির আমার আণবিক কণাগুলো খুঁজেফেরে ইহকাল আমার আণবিক কণাগুলো খোঁজে অনন্তকাল বদলে যাবো আমি, ধুলোয় মিশে …
“তোমায় ঘিরে” তোমায় ঘিরে যে ভালোলাগা হয়নি বলা ভাষায় হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া সেই তুমি আজ কোথায় তোমাকে নিয়ে সেই স্মৃতিরা শুধু খুঁজে …
“পাঁজরের ভাঙ্গা হাওয়া” আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে ক্ষণিকের পরিচয়ে ছন্দপতন এ প্রাণে পাঁজরের সেই হাড় হঠাৎ ব্যথায় কাতর সে যে ছুটে যায় ঐ …
“কতদূর” ঐ দূরের আকাশ আজ রঙিন হলো বদলে যাওয়ার নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো সঙ্গী করে তোমাকে দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি …
“উদ্দেশ্য নেই” উদ্দেশ্য কী? উদ্দেশ্য নেই তুই তবুও তো কাছে তোকে নিয়ে ঘুমের মাঝে তুই ডানা দিয়ে মেঘ কেটে হারাস মেঘে মেঘে থাকি আমি …
“কে তুমি” কে তুমি? কেনো এখানে? কেনো এতদিন পরে? পেছনে ফিরে দেখো তুমি, অপ্রত্যাশিত কোন অতিথি চোখ ফেরালে বলো কেনো, ভয় পেয়েছো কি, নাকি …
“শেষের গান” শুনেছি আমি, তুমি ভালোই আছো ভুলে গেছো আমায় আবার ভুলতে শিখেছো বলো তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে অবচেতন মনে …
“আমি সেই সুতো হবো” আমি সেই সুতো হবো, যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো আমি সেই নৌকো হবো, যে তোমায় পার করে নিজেই …
“স্পর্শের বাইরে তুমি” ফ্রেমে বন্দী কোন ক্যামেরায় গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে লুকিয়ে থাকা ঐ রোঁদ তুমি তোমার ঐ মৃদকালো …
“রোদেলা দুপুরে” রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে হেটে আসা বহুদূর দুঃখকে ভুলে হাতে হাত তুলে গেয়ে যাওয়া প্রিয় সুর দূরে আরও দূরে হারিয়ে চলো মেঘেদের …
“দূরত্ব” দূরত্ব আর কতটুকু বাকি জীবনের গতিপথে সত্য আজও করছে ভ্রমণ আপন কক্ষপথে সূতো নারী ছিঁড়ে চলেছি আবার আপন অজানায় মিলবে কোথা সত্য নাগাল …