Tomake (তোমাকে) Lyrics

 

“তোমাকে”

তোমাকে আলো ভেবে-
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নিরব থেকে-
ডেকেছি আমার একা নির্জনে।
স্বপ্নগুলো হারিয়ে ফেলে-
চেয়েছি ফিরে তোমার আলোকে।

তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে।

যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশ সেখানে
অন্য রং এ আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি (এক)
হাতড়ে ফিরি আলোর সিঁড়ি।

 

About Tomake (তোমাকে) Lyrics

Related songs: Smriti Sharok (স্মৃতিস্মারক) Lyrics
শিরোনামঃ
তোমাকে
কথাঃ
রুম্মান আহমেদ/ এরশাদ
কন্ঠঃ
লিংকন
ব্যান্ডঃ
আর্টসেল
অ্যালবামঃ
অনিকেত প্রান্তর

Leave a Comment