Tomar Jonno (তোমার জন্য) Lyrics

“তোমার জন্য”

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো। (২)

ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বলে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমার জন্য এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

 

About Tomar Jonno (তোমার জন্য) Lyrics

Related songs: তেপান্তরের মাঠে) Lyrics
শিরোনামঃ
তোমার জন্য
কন্ঠঃ
অর্ণব
কথাঃ
সাহানা
সুরঃ
অর্ণব
এসরাজঃ
অর্ণব
অ্যালবামঃ
হোক কলরব

Leave a Comment