Tor Jonno (তোর জন্য) Lyrics

“তোর জন্য)”

তোর জন্য আকাশ থেকে পেঁজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
ছাদ ভেঙ্গে যেই বাষ্প হবে জল
বাষ্প দিয়ে করবি কি তুই বল

তার চেয়ে চল, এইবেলা মেঘ খুঁজে
দু’জন মিলে ঝাঁপ দিই চোখ বুজে

 

About Tor Jonno (তোর জন্য) Lyrics

Related songs: Hok Kolorob (হোক কলরব) Lyrics
শিরোনামঃ
তোর জন্য
কন্ঠঃ
অর্ণব
কথাঃ
তওফিক রিয়াজ
নেপথ্য কন্ঠঃ
তাহমীদ
সুরঃ
অর্ণব
অ্যালবামঃ
হোক কলরব

Leave a Comment