Tui Ki Janis Na (তুই কি জানিসনা) Lyrics

“তুই কি জানিসনা”

তুই কি জানিসনা
তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে
শিশির হয়ে জোটে

জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
তোর চোখের পাতা চুল
অমনি ফুটে ফুল।

তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাঁ খাঁ
তুই নেই বলে একলা শালিখ ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?

তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সত
বিচ্ছিরি লাগে তিন

তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি।
সুরে দূর থেকে ডাকে, মেঠো রাস্তার বাঁকে
তুই রয়েছিস তাই, ওদের সাথে যাই

 

About Tui Ki Janis Na (তুই কি জানিসনা) Lyrics

Related songs: Shomoy Kate (সময় কাটে) Lyrics
শিরোনামঃ
তুই কি জানিসনা
কথাঃ
তৌফিক
কন্ঠঃ
অর্ণব
নেপথ্য কন্ঠঃ
শাহানা(তুই কি জানিসনা-১)
নেপথ্য কন্ঠঃ
জুনাইনা, ওয়াদিদ, মিলিতা, প্রিসিলা(তুই কি জানিসনা-২)
সুরঃ
অর্ণব
অ্যালবামঃ
হোক কলরব

Leave a Comment