“তুই রাজাকার”
ওহো হো হো হো ওহো হো
ওহো হো হো হো ওহো হো
ওহো হো হো হো ও…
তোর শরীর জুড়ে ঘা
ঘেন্না কি ঘেন্না(২)
আরতো কিছুই চাই না,
ওদের ফাঁসি দিয়ে দেন না(২)
শাহবাগ জনতার, বুক ফাটা চিৎকার,
বাংলার জনতার, বুক ফাটা চিৎকার
তুই রাজকার, তুই রাজাকার, তুই রাজকার,
তুই রাজকার, তুই রাজাকার, তুই রাজকার
আমাদের পিঠ দেয়ালে ঠেকা
ওদের মৃত্যু জাতে লেখা(২)
এবার সাফ হবে সব যত্তো আবর্জনা।
হবে হবে সাফ হবে সব যত্তো আবর্জনা
মানুষ নয় আর একা
মানুষ নয় আর একা
মানুষ নয় আর একা
মানুষ নয় আর একা
শাহবাগ জনতার, বুক ফাটা চিৎকার,
বাংলার জনতার, বুক ফাটা চিৎকার
তুই রাজকার, তুই রাজাকার, তুই রাজকার,
তুই রাজকার, তুই রাজাকার, তুই রাজকার
একাকার দেশ জনতা যখন
একে একে বাঁধা প্রেরণা তখন(২)
আসছে ভোরের ডাকে
দুই চোখ চেয়ে থাকে
এইতো কেবল শুরু
জনতাকে মেনো গুরু
জনতাকে মেনো গুরু
জনতাকে মেনো গুরু
জনতাকে মেনো গুরু
শাহবাগ জনতার, বুক ফাটা চিৎকার,
বাংলার জনতার, বুক ফাটা চিৎকার
তুই রাজকার, তুই রাজাকার, তুই রাজকার,
তুই রাজকার, তুই রাজাকার, তুই রাজকার
About Tui Rajakar Lyrics
Related songs: Ontorale (অন্তরালে) Lyrics
শিরোনামঃ তুই রাজাকার
কন্ঠঃ পিন্টু ঘোষ/ শারমিন সুলতানা সুমী
কথাঃ শারমিন সুলতানা সুমী
সুরঃ পিন্টু ঘোষ
ব্যান্ডঃ চিরকুট