“ভালবাসা তারপর”
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে।
ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।
প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত।
About Valobasha Tarpor (ভালবাসা তারপর) Lyrics
Related songs: Tui Ki Janis Na (তুই কি জানিসনা) Lyrics
শিরোনামঃ ভালবাসা তারপর
কথাঃ তওফিক রিয়াজ
কন্ঠঃ অর্নব
সুরঃ অর্নব
অ্যালবামঃ হোক কলরব